সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত দুই কাউন্সিলরের শপথ গ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। শপথ গ্রহণের আগে বাধ্যতামূলক করোনা পরীক্ষায় এই দুই কাউন্সিলর পজিটিভ শনাক্ত হন। তবে, তারা দুজনেই জানিয়েছেন সর্বশেষ করোনা পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তি রয়েছে। তাই, তারা ঢাকায় গিয়ে ফের করোনা পরীক্ষা করিয়ে শপথ নেওয়ার ব্যাপারে আশাবাদী।
Thank you for reading this post, don't forget to subscribe!শনিবার (১ জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে করোনা শনাক্ত হওয়া দুই কাউন্সিলর হলেন ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমদ ও সংরক্ষিত-৭ আসনের (সাধারণ ওয়ার্ড-১৯,২০ ও ২১) কাউন্সিলর নার্গিস সুলতানা রুমি।
সিলেট সিটি করপোরেশনের মেয়র-কাউন্সিলরা শপথ নেবেন আগামীকাল সোমবার। সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয় শাপলা হলে শপথ নেবেন তারা। ওই অনুষ্ঠানে সিলেট সিটির নবনির্বাচিত মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ও রাজশাহীর এইচ এম খাইরুজ্জামান লিটনকে শপথ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে করোনা পরীক্ষা করা হয়েছে মেয়র-কাউন্সিলরদের।
শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য মোট ৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনিবার (১ জুলাই) তাদের নমুনা শনাক্তের পরই ওইদিন পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। ওই পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত ওই দুই কাউন্সিলর।
এ ব্যাপারে কাউন্সিলর মোস্তাক আহমদ ও নার্গিস সুলতানা রুমি জানান, তাদের শরীরে করোনার কোন লক্ষণ নেই। ওসমানী মেডিক্যালে বাধ্যতামূলক পরীক্ষা করিয়ে তাদের পজিটিভ ফল এসেছে। সাথে সাথে তারা দুজনেই বেসরকারি প্রতিষ্ঠান সীমান্তিক-এ পরীক্ষা করানোর পর সেখানে নেগেটিভ ফল এসেছে। বর্তমানে তারা দুজনেই ঢাকার পথে রয়েছেন। রবিবার (২ জুলাই) ঢাকায় আইসিডিডিআরবিতে তারা পুনরায় নমুনা পরীক্ষা করলে এই বিভ্রান্তি দূর হবে। সোমবার (৩ জুলাই) যথাসময়ে শপথ নেওয়ার ব্যাপারে তারা দুজনেই আশা ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, আগামী ৩ জুলাই, সোমবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত দুই মেয়রকে শপথবাক্য পাঠ করাবেন।
কাউন্সিলরদের শপথ পাঠ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী।

