সিলেটে প্রথম করোনায় আক্রান্ত চিকিৎসক ডা.মঈন উদ্দিন ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ বুধবার (১৫ এপ্রিল২০২০) ভোর সাড়ে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি…রাজিউন।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
গত ৫ এপ্রিল তার শরীরে করোনা রোগ ধরা পড়ার পর থেকে তিনি বাসায় কোয়ারেন্টিন অবস্থায় চিকিৎসা নিতে থাকতেন। পরে কোয়ারেন্টিনের থাকেন তার পরিবারের বাকি সদস্য এবং প্রশাসনের পক্ষ থেকে হাউজিং এস্টেট এলাকা লকডাউন করা হয়।
গত ৭ এপ্রিল তার শরীরের অবস্থার অবনতি হলে নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন।
এতে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গত ৮ এপ্রিল সেখান থেকে পরিবারের সিদ্ধান্তে চিকিৎসার জন্য তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। ৭দিন চিকিৎসাধীন থাকার পর আজ ভোর সাড়ে ৪টায় তিনি মারা যান।

