ডায়ালসিলেট ডেস্কঃঃ ভারতে করোনাভাইরাসের ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। এমন সময় নতুন আশঙ্কা দেখা দিল দেশটিতে। পরীক্ষামূলক ভ্যাকসিন নেওয়ার ১৫ দিন পরই করোনায় আক্রান্ত হলেন দেশটির হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। খবর ইন্ডিয়া টুডের।
Thank you for reading this post, don't forget to subscribe!জানা গেছে, গত ২০ নভেম্বর ভারত বায়োটেকের বানানো করোনার পরীক্ষামূলক ভ্যাকসিন গ্রহণ করেন ৬৭ বছর বয়সী অনিল ভিজ। এর কয়েকদিন পরই তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে বেসরকারি আম্বালা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর শনিবার তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
শনিবার টুইট করে আক্রান্ত হওয়ার খবর নিজেই জানিয়েছেন অনিল। তিনি লিখেছেন, আমার দেহে করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে আমি আম্বালা হাসপাতালে ভর্তি। গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, তারা যেন করোনার পরীক্ষা করান।

