ডয়ালসিলেট ডেস্কঃঃ করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ভ্যালেরি জিসকার দিসতান (৯৪)। গতকাল বুধবার তিনি মধ্য ফ্রান্সের লোইর-এট-চের অঞ্চলে তার পারিবারিক বাসভবনে মারা যান। তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন ভ্যালেরি ও তার পরিবার এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে, গত মাসে হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এ ছাড়া বার্ধক্যজনিত নানান সমস্যাও ছিল।
Thank you for reading this post, don't forget to subscribe!জিসকার দিসতান ১৯৭৪ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ফ্রান্সের ক্ষমতায় ছিলেন। মাত্র ৪৮ বছর বয়সে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট নিযুক্ত হন।
বার্তা সংস্থা এএফপি কে দেওয়া বক্তব্যে তার পরিবার জানায়, স্বাস্থ্যের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল জিসকারের। কোভিড-১৯-এর কারণে তিনি মারা গেছেন। তার ইচ্ছানুসারে, তার শেষকৃত্য কঠোর গোপনীয়তার মধ্যে অনুষ্ঠিত হবে।

