ডায়ালসিলেট ডেস্ক:: করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি ও স্বাস্থ্য সতর্কতা বিষয়ে বুধবার দুপুরে আইইডিসিআরের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে নতুন পরীক্ষায় করোনা ভাইরাস আক্রান্ত (কভিড-১৯) আক্রান্ত তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী তাদের মধ্যে ধরা পড়া করোনা রোগী দুজন ইতালিফেরত। দুজনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়েনি এবং তারা সুস্থ বলে জানিয়ে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় আটজনের নমুনা পরীক্ষা করা হয়েছে, তাদের কারও শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। যে তিন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের অবস্থা স্থিতিশীল। তারা একটি হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা ভালো, একটি পরীক্ষায় তাদের ফলাফল নেগেটিভ এসেছে। ২৪ ঘণ্টা পর পরবর্তী পরীক্ষার ফলও নেগেটিভ আসলে তাদেরকে ছাড়পত্র দেয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী তাদের চিকিৎসা দেয়া হচ্ছে বলেনও জানান আইইডিসিআরের পরিচালক।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা আবারও বলেছেন, যাদের সর্দি-জ্বর ও কাশি আছে এবং বিদেশে থেকে যারা এসেছেন, তারা যেন বাড়িতে থাকেন। প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানিয়েছেন নিজেদের স্বার্থে ছুটির ব্যবস্থা করে এমন রোগীকে সহযোগিতা করার। অথবা বিদেশে থেকে যারা এসেছেন তারা স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে যান।
প্রথমবারের মতো বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে বলে একটি মহল গুজব ছড়াচ্ছে। এ বিষয়ে বিভ্রান্ত না হতে অনুরোধ করেছে মন্ত্রণালয়।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের পাঠানো এক সাংবাদ বিজ্ঞপ্তিতে করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে একথা জানানো হয়।

