ডায়াল সিলেট ডেস্ক : কুলাউড়া উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় আলোচিত আওয়ামী লীগ নেতাসহ দু’জনকে আটক করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!অভিযুক্ত ধর্ষক কুলাউড়া উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও ব্রাহ্মণবাজার ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক।
জানা যায়, উপজেলার ব্রাহ্মনবাজার ইউনিয়নের হিঙ্গাজিয়া থামার পার গ্রামের মৃত সাজিদ মিয়ার ছেলে কুলাউড়া উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুহিবুরের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের ঘটনায় একই এলাকার কলেজ পড়ুয়া মেয়ে তার বিরুদ্ধে কুলাউড়া থানা ও মৌলভীবাজার আদালতে মামলা দায়ের করে। এর পেক্ষিতে কুলাউড়া থানা পুলিশ ধর্ষণ ও নির্যাতনে ঘটনায় ১২ জুন তার বাড়ীতে অভিযান চালিয়ে মোকাদিছুর রহমান রানা (২২) নামে একজনকে আটক করে। এবং মঙ্গলবার প্রধান আসামি মুহিবুর মৌলভীবাজার আদালতে জামিন নিতে গেলে চিফ জুডিশিয়াল (৫ নং আমলী) আদালতের ম্যাজিস্ট্রেট দাউদ হাসান তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, কুলাউড়ায় অসহায় মেধাবী ওই কলেজছাত্রী ধর্ষণের ঘটনায় ব্যাপক তুলপাড় সৃষ্টি হয়।

