Thank you for reading this post, don't forget to subscribe!
ষ্টাফ রিপোর্টার :: রাজধানীর কাওরান বাজারের আইসিটি টাওয়ারের সামনে থেকে সাংবাদিক মুন্নী সাহা আটক হয়েছেন। রাত সাড়ে নয়টার দিকে ঐ এলাকায় স্থানীয় লোকজন তাকে আটকে রাখেন। পরে থানা পুলিশের একটি গাড়ীর ভ্যান এসে সাংবাদিক মুন্নী সাহাকে তেজগাঁও থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমরা কাওরান বাজারের আইসিটি টাওয়ারের সামনে এলাকায় স্থানীয় কিছু লোকজন মুন্নী সাহাকে আটকে পরে আমরা সেখান থেকে তাকে তেজগাও থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে একটি মামলাও রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মুন্নী সাহাকে নিয়ে যাওয়ার পর শতাধিক ব্যক্তি তাঁর বিচারের দাবিতে স্লোগান দেন।
এদিকে থানা সুত্র জানিয়েছে মুন্নী সাহাকে তেজগাও থানা থেকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। মুন্নী সাহা সর্বশেষ ‘এক টাকার খবর’ নামে একটি প্লাটফর্মের সঙ্গে যুক্ত আছেন।
জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে শিক্ষার্থী নাঈম হাওলাদার (১৭) নিহতের মামলায় আসামি মুন্নী সাহা।

