আন্তর্জাতিক ডেস্ক:: করোনাভাইরাসের সংক্রমণ রুখতে এবার কাগুজে নোট পুড়িয়ে ফেলতে যাচ্ছে চীন। চীনের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ফ্যান ইয়েফেইয়ের বরাত দিয়ে দেশটির সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে এ কথা বলা হয়েছে। ইতিমধ্যেই সব ব্যাংকে এ নির্দেশনা পাঠানো হয়েছে।
নির্দেশনা জারি করে বলা হয়েছে, দেশের কোথাও কোনো ব্যাংকে আর কোনো কাগজের নোট গ্রহণ করা হবে না।এদিকে চীন সরকারের এ সিদ্ধান্তে করোনাভাইরাসের মধ্যে চরম অর্থসংকট সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কারণ, চিকিৎসার জন্য করোনায় আক্রান্ত এলাকার বাসিন্দারা যে কাগুজে নোটগুলো ব্যবহার করছিলেন, সেগুলো আর গ্রহণযোগ্য থাকবে না। এককথায়, সেগুলো অকেজো হয়ে পড়বে। এ কারণে একটা সংকট তৈরি হবে।
চীনে করোনাভাইরাসের হামলায় মৃত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৫। আজ সোমবার চীনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।