ডায়ালসিলেট ডেস্ক::সিলেটের কানাইঘাটের আব্দুল হামিদ হত্যা মামলার ১৬ আসামীকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সিলেটের ৪র্থ আদালতের বিচারক ফারজানা শাকিলা চৌধুরী সুমু এই আদেশ দেন।
Thank you for reading this post, don't forget to subscribe!জানা গেছে, চলতি বছরের ১৯ জানুয়ারি সিলেটের কানাইঘাট থানার বড়বন্দ এর (বাবন বাড়ি) বাসিন্দা মৃত আব্দুল মজিদের পুত্র আব্দুল হামিদের উপর হামলা চালায় একদল দূর্বৃত্ত। হামলায় গুরতর আহতে হয়ে সিলেট এম.এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩০ জানুয়ারী মারা যান আব্দুল হামিদ। এ ঘটনায় মৃত আব্দুল হামিদের বড় ভাই আব্দুর রকিব বাদী হয়ে কানাইঘাট থানায় ২১ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলা নং জিআর ১৮/২০।
সোমবার মামলার ২১ আসামীর মধ্যে ১৬ জন স্বেচ্ছায় আত্মসমর্পন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। তারা হলো-কানাইঘাট উপজেলার বড়বন্দ গ্রামের শাহিন (৩১), হাবিবুর রহমান উরফে মনাই (৬০), সালে আহমদ, (২৪), রফিকুল হক উরফে আব্দুস শুক্কুর (৪০), সুলেমান (২৫), আরিফ (২০), হাবিবুর রহমার উরফে কুটি হুনা (৬০), আব্দুর রশিদ (৪১), জমিল (৪০), আশিক উদ্দিন (৩০), কামাল (১৮), আবুল (২১), আব্দুল হান্নান (৪২), আনিছুল হক উরফে মড়াই (৫৫), ইয়াহইয়া (৩৫)।
এদিকে মামলার অন্যান্য ৫ আসামী একই গ্রামের আলিম উদ্দিন (২২), রুহুল আমিন (২৮), শামীম (৩৫), কবির (২৮), বাবুল আহমদ (২৮) ও মুহিব (৫৫) এখনো পলাতক রয়েছে বলে জানা গেছে।

