ডায়ালসিলেট ডেস্ক:;আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরে ২০ ঘণ্টা ধরে অপেক্ষায় রয়েছেন ১৫ বাংলাদেশি। কিন্তু কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় তারা বাইরে অপেক্ষা করছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের ১৬০ জন আফগান শিক্ষার্থীর বৃহস্পতিবার (২৬ আগস্ট) একটি বিশেষ ফ্লাইটে বাংলাদেশে আসার কথা রয়েছে। একই ফ্লাইটে দেশে ফেরার কথা আটকে পড়া ১৫ বাংলাদেশির। জাতিসংঘের উদ্যোগে বিশেষ ফ্লাইটে তাদের দেশে ফেরার কথা।

দেশে ফেরার অপেক্ষায় থাকা বাংলাদেশের ১৫ নাগরিকের একজন আফগান ওয়্যারলেসের জ্যেষ্ঠ কর্মকর্তা রাজীব বিন ইসলাম। তিনি গণমাধ্যমকে বলেন, ‘গত মঙ্গলবার আমাদের দেশের উদ্দেশে যাত্রার কথা ছিল। কিন্তু অনুমতি না পাওয়ায় কাবুল বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেও মাঝপথে ফিরে যাই। পরে বিমানবন্দরে এসে জানতে পারি, আজ আমাদের জন্য ক্লিয়ারেন্স রয়েছে।’

তারা বিমানবন্দরে ঢোকার জন্য কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষায় আছেন বলেন তিনি।

আফগানিস্তানে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। তাই সমদূরবর্তী মিশন হিসেবে আফগানিস্তানে কাজ করে থাকে উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে তালেবান। এরপর বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি দেশটির লোকজনও দেশ ছাড়ছেন।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *