ডায়াল সিলেট ডেস্ক ॥ দলের কারাবন্দী মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তিসহ জাতীয় সমাবেশ থেকে ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হযেছে।
শুক্রবার ১৭ ফেব্রুয়ারি শহরের পশ্চিম বাজার জামে মসজিদের সামন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাাগ চত্ত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা শাখার সভাপতি শাইখুল হাদীস মুফতী মাওলানা হাবিবুর রহমান কাসেমী’র সভাপতিত্বে ও জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীনের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা সহ-সভাপতি মাওলানা ফারুক আহমেদ, মাওলানা মাসুক আহমদ, মাওলানা আবুল কালাম, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতি মাওলানা হিফজুর রহমান হেলাল রাজনগরী, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা রহমত আলী।
জেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা আতাউর রহমান, সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা ইসমাইল আলী, সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাদী, পৌর শাখার সভাপতি মাওলানা ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান কামালী, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সহ-সভাপতি মাওলানা ফেরদাউস আহমদ।
রাজনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতী রুহুল আমীন, সাংগঠানি সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, কমলগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা জয়নাল আবেদীন শাহেপুরী, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জেলা সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা শাহ মিসবাহ প্রমুখ।

