৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কারামুক্ত হলেন মোয়াজ্জেম হোসেন আলাল

ডায়াল সিলেট ডেস্ক :: সাড়ে তিন মাসের বেশি সময় পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

 

বুধবার বিকেল ৪টায় কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। কারাফটকে তাঁকে স্বাগত জানান বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী।

 

উল্লেখ্য, গত বছরের ৩১ অক্টোবর রাজধানীর শহীদনগর থেকে মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

 

0Shares
`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });