ডায়ালসিলেট ডেস্ক :: ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মুতে বিমানবন্দরে বিস্ফোরণে দুজন গুরুতর আহত হয়েছেন। ভারতের বিমানবাহিনী পরিচালিত জম্মুর সাতওয়ারি বিমানঘাঁটিতে শনিবার দিবাগত রাত ২টায় বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
Thank you for reading this post, don't forget to subscribe!খবর পেয়ে রাতেই বোম ডিসপোসাল ইউনিট ও ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ভারতের বিমানবাহিনী স্থানীয় থানায় একটি এফআইআর দায়ের করেছে।
জম্মুর ওই বিমানবন্দরটি রানওয়ে ও ট্রাফিক কন্ট্রোল নিয়ন্ত্রণ করে ভারতের বিমানবাহিনী। বিমানবাহিনী ছাড়াও কাশ্মীরের সাধারণ যাত্রীদের জন্যও বিমানবন্দরটি ব্যবহৃত হয়। কে বা কারা এ বিস্ফোরণের সঙ্গে জড়িত তা এখন পর্যন্ত জানা যায়নি।
ডায়ালসিলেট/এম/এ/
