আন্তর্জাতিক ডেস্ক::কাশ্মীরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভারতের দুই পাইলট নিহত হয়েছে। মঙ্গলবার জম্মু-কাশ্মীরের উধামপুর জেলার ঘন জঙ্গলে এই ঘটনা ঘটে। ভারতের সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, প্রশিক্ষণ চলাকালীন সময়ে এই দুর্ঘটনায় মেজর এবং ক্যাপ্টের র্যাঙ্কের দুই কর্মকর্তা নিহত হয়েছে।
এর আগে ভারত সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানান, প্রশিক্ষণের সময় সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার উধামপুর জেলার শিব গরধর এলাকায় বিধ্বস্ত হয়। এতে হেলিকপ্টারটির দুই পাইলট মারাত্মকভাবে আহত হন এবং তাদেরকে হাসপাতালে নেওয়া হয়। তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তাৎক্ষণিক সেই তথ্য জানানো হয়নি।
সেনাবাহিনী উদ্ধার অভিযানে নেমে ঘন জঙ্গল থেকে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ উদ্ধার করে।

