ডায়ালসিলেট ডেস্ক: কুলাউড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাম্প্রতিককালে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ইউপি চেয়ারম্যানদের অনুপস্থিতি ও নির্ধারিত সময়ে উপস্থিত না হওয়া নিয়ে ক্ষোভ জানিয়ে আগামীতে নির্ধারিত সময়ে সবাইকে উপস্থিত থাকার বিষয়ে আলোচনা করা হয়। সভায় বিলম্বে আসা কুলাউড়া ও কর্মধা ইউপি চেয়ারম্যান ছাড়া অপর ১১ ইউপি চেয়ারম্যানসহ আরও সদস্যরা অনুপস্থিত ছিলেন। এছাড়া সভায় কুলাউড়া পৌর শহর ও রবিরবাজারের যানজট, ফুটপাতের হকার, বনবিভাগ, মাদক, ভ্রাম্যমাণ আদালত, বিদ্যুৎ সমস্যা, অবৈধ স’মিলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় আলোচনায় অংশ নেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মেহেদী হাসান, কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক, কমিটির সদস্য নওয়াবজাদা আলী ওয়াজেদ খান বাবু, গিয়াস উদ্দিন আহমদ ও অরবিন্দু ঘোষ বিন্দু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ (অবঃ) সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক এম আতিকুর রহমান আখই, বন বিভাগের রেঞ্জার রিয়াজ উদ্দিন, পল্লী বিদ্যুতের এজিএম নাজমুল হক তারেক প্রমুখ।

