ডায়ালসিলেট ডেস্ক:কুলাউড়ায় জেলা পরিষদের সাবেক সদস্য বদরুল আলম সিদ্দিকী নানুকে আটক করেছে পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার (১৬ ডিসেম্বর) রাতে ভাটেরা ইউনিয়ন এলাকা থেকে তাকে আটক করা হয়। নানু ভাটেরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকেরও দায়িত্বে রয়েছেন।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন তালুকদার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছারের সার্বিক দিক-নির্দেশনায় সোমবার রাতে ভাটেরা ইউনিয়ন বাজার এলাকায় অভিযান চালিয়ে নানুকে আটক করা হয়।
তিনি আরও বলেন, নানুর বিরুদ্ধে থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

