ডায়ালসিলেট ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় উন্নয়ন সংস্থা প্রচেষ্টার আয়োজনে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার ১৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় পৃথিমপাশা ইউনিয়নস্থ প্রচেষ্টা ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!প্রচেষ্টা কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. ময়ুব হোসেন সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট নওয়াব আলী আব্বাছ খান।
প্রচেষ্টার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুক্তা রানী দেবের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবাব আলী বাকর খান হাসনাইন, রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. মাসুক আহমদ, ইউপি সদস্য গোলাম হোসেন, প্রচেষ্টার ফিন্যান্স এন্ড এডমিন নূরুল আমীন রিপন ও প্রচেষ্টা চাইল্ড কেয়ার হোমস্ এর অধ্যক্ষ শিউলী দেবী প্রমুখ।
আয়োজক সূত্র জানায়, ফ্রি চক্ষু শিবিরে ২শ’ জন রোগীর চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এরমধ্যে চোখের ছানী অপারেশনের জন্য ৫৬ জন রোগীকে মৌলভীবাজার বিএনএসবি হাসপাতালে পাঠানো হবে। চক্ষু শিবির সহযোগিতায় ছিল ডাচ্ বাংলা ব্যাংক ফাউন্ডেশন এবং চিকিৎসা সেবা প্রদান করেন ডা. সৈয়দ জিসান আহমেদ ও আব্দুল মান্নান।

