২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কুলাউড়ায় ভারত সীমান্তে গু লি তে বাংলাদেশি যুবক নি হ ত

মৌলভীবাজারের কুলাউড়ায় ভারত সীমান্তে গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী মুরইছড়া বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সুকিরাম উরাং (২৬)। তিনি ওই এলাকার দাছনু উরাংয়ের ছেলে।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ৪৬ বিজিবি সূত্রে জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মুরাইছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশি ৩–৪ জন চোরাকারবারি ভারতীয় নাসির বিড়ি (পাতার বিড়ি) ও সিগারেট আনতে সীমান্ত অতিক্রম করে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। ওই সময়ে সুকিরাম উরাং পিঠের বাম পাশে গুলিবিদ্ধ হন। তিনি গুরুতর অবস্থায় বাংলাদেশে ফিরে এলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });