মনজু বিজয় চৌধুরী: কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ০২টি চোরাই মোবাইলফোন এবং চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতিসহ ১। আজাদ মিয়া (২৫) ও ২। এনামুল হক জয় (২৪) নামে আন্তঃজেলা চোর চক্রের দুই (০২) সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!মাননীয় পুলিশ সুপার মহোদয় ও কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় এবং কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে এসআই পরিমল চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আজ (০৬ মে) মধ্যরাতে কুলাউড়া থানাধীন জয়পাশা ও গিয়াসনগর এলাকা থেকে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য ১। আজাদ মিয়া (২৫), পিতা-আব্দুল হান্নান, সাং-জয়পাশা গাং পাড় এবং ২। এনামুল হক জয় (২৪), পিতা-সরকুম আলী, সাং-উত্তর গিয়াসনগর, উভয় থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারদ্বয়কে গ্রেফতার করে।
এসময় আটককৃতদের হেফাজত থেকে একটি Xiaomi mi A3 মোবাইল মূল্য, ২৩,০০০/-টাকা ও একটি Symphony Z28 মোবাইল, মূল্য ১০,৫০০/-টাকা এবং চোরাই কাজে ব্যবহৃত একটি তালা কাঁটার যন্ত্র ও একটি লোহার শাবল উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
৩ মে, কুলাউড়া থানাধীন উত্তর কুলাউড়ার বাসিন্দা টিফন আহমদ এর বাসা থেকে ২টি মোবাইল ফোন, প্রিন্টার, কম্পিউটারের হার্ডডিস্ক ও নগদ টাকাসহ সর্বমোট ১,১৮,০০০/-টাকার মালামাল চুরি হয়।
এ ঘটনায় টিফন আহমদ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব সুদর্শন কুমার রায় বলেন, “মামলা রুজুর পর আমরা চোরাই মোবাইলগুলোকে সূত্র হিসেবে ধরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামিদের লোকেশন ট্র্যাক করতে সক্ষম হই। পরবর্তীতে কুলাউড়া থানার একটি টিম অভিযান পরিচালনা করে চুরির ঘটনায় জড়িত দুজনকে চোরাই মালামাল এবং চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করে।”
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

