ডায়াল সিলেট ডেস্ক    কুলাউড়া উপজেলায় এইচএসসি পরীক্ষার ফলাফলে ভাটেরা কলেজ উপজেলার মধ্যে ১ম স্থান এবং লংলা আধুনিক ডিগ্রী কলেজ সর্বোচ্চ জিপিএ-৫ অর্জনে সক্ষম হয়েছে। উপজেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী ২২৩৯ জনের মধ্যে ১৬৫৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৭টি প্রতিষ্ঠানের ৬৯ জন শিক্ষার্থী জিপিএ ৫ পাওয়ার গৌরব অর্জন করেছে।
উপজেলা পর্যায়ে পরীক্ষার ফলাফলে ভাটেরা কলেজের ১৬০ জনের মধ্যে ১৫৩ জন উত্তীর্ণ হয় এবং লংলা আধুনিক ডিগ্রী কলেজের ৩৭ জন শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ ৫ পেয়ে ১ম স্থান অর্জন করেছে। এছাড়া কুলাউড়া সরকারি কলেজের ১৩ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়ে ২য় স্থান এবং কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজের ৮ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়ে ৩য় স্থান অর্জনে সক্ষম হয়েছে। উপজেলায় পাশের হার ৭৪.০৫% শতাংশ।
কলেজওয়ারী ফলাফলে কুলাউড়া সরকারি কলেজ থেকে ৫১৫ জনের মধ্যে ১৩ জন জিপিএ ৫ সহ ৪০৩ জন, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজ থেকে ৩৪৭ জনের মধ্যে ৮ জন জিপিএ ৫সহ ১৬৪ জন, লংলা আধুনিক ডিগ্রি কলেজ থেকে ৪৯০ জনের মধ্যে ৩৭ জন জিপিএ ৫ সহ ৪০৮ জন, এম এ গণী আদর্শ কলেজ থেকে ১১৪ জনের মধ্যে ৮২ জন, ভাটেরা কলেজ থেকে ১৬০ জনের মধ্যে ৭ জন জিপিএ ৫ সহ ১৫৩ জন, ভূকশিমইল স্কুল এন্ড কলেজ থেকে ১২১ জনের মধ্যে ১০০ জন, আলী আমজদ স্কুল এন্ড কলেজ থেকে ৯০ জনের মধ্যে ১ জন জিপিএ ৫ সহ ৬৭ জন, ছকাপন স্কুল এন্ড কলেজ থেকে ৬৮ জনের মধ্যে ২ জন জিপিএ ৫ সহ ৬২ জন, বরমচাল স্কুল এন্ড কলেজ থেকে ১১১ জনের মধ্যে ১ জন জিপিএ ৫ সহ ৫১ জন, নয়াবাজার কেসি স্কুল এন্ড কলেজ থেকে ১৩৪ জনের মধ্যে ১০৪ জন, রাউৎগাঁও স্কুল এন্ড কলেজ থেকে ১৮ জনের মধ্যে ০৫ জন, গজভাগ স্কুল এন্ড কলেজ থেকে ১৫ জনের মধ্যে ১২ জন এবং মনু মডেল কলেজ থেকে ৫৬ জনের মধ্যে ৪৭ জন পাশ করেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *