ডায়ালসিলেট ডেস্ক::

Thank you for reading this post, don't forget to subscribe!

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ১১০ জন ভূমিহীন ও হতদরিদ্র মানুষ পাবে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানে নির্মিত ঘর।

আর সেই ঘরগুলো সকল কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

কুলাউড়া ইউএনও অফিস সুত্রে জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুলাউড়া উপজেলায় প্রথম পর্যায়ে ১১০ জন হতদরিদ্র মানুষকে নতুন ঘর উপহার দিচ্ছেন।

উপজেলার ১৩টি ইউনিয়নে খাস জমিতে এসব ঘর নির্মাণ করা হয়েছে। যেসব ইউনিয়নে হতদরিদ্রের জন্য ঘর নির্মাণ করা হয়েছে সেগুলো হলো- শরীফপুর ইউনিয়নে ৩০ টি, পৃথিমপাশা ইউনিয়নে ৩০টি, রাউৎগাঁও ইউনিয়নে ১২টি, ব্রাহ্মণবাজার ইউনিয়নের লংলা খাসে ১১টি, হাজীপুর ইউনিয়নের রনচাপে ৮টি, জয়চন্ডী ইউনিয়নে ৫টি, কর্মধা ইউনিয়নে ৫টি, টিলাগাঁও ইউনিয়নের ডরিতাজপুরে ৪টি, ভাটেরা ইউনিয়নে ৪টি ঘর নির্মাণ করা হয়েছে।

স্থানীয় লোকজন জানান, প্রতিদিন ঘরগুলো দেখতে স্থানীয় লোকজন বিকেল বেলায় ভীড় করে। সরকারে এধরনের উদ্যোগ সাধারণ মানুষ খুব খুশি। সরকার কতটা আন্তরিক হলে সর্বস্বহারা মানুষকে গৃহ নির্মাণ করে দেয়- এসব কথা এখন মানুষের মুখে মুখে।

কুলাউড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলী জানান, ঘরগুলোর নির্মাণকাজ ইতোমধ্যে শেষ পর্যায়ে। মাননীয় প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই হতদরিদ্র মানুষের হাতে ঘরগুলোর মালিকানা দলিল হস্তান্তর করা হবে।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী জানান, অতি অল্প সময়ে ঘরগুলোর নির্মাণ কাজ শেষ হলেও, ঘরগুলো অত্যন্ত মানসম্পন্ন হয়েছে। আগামী ২৩ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ঘরগুলোর উদ্বোধন করবেন। কারা ঘর পাবেন? সেই তালিকাও চুড়ান্ত করে ঘরগুলো নির্মাণ করা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *