মনজু বিজয় চৌধুরী: নিত্যপণ্যের দাম কমানো, সিন্ডিকেট দৌরাত্ম বন্ধ করা, শ্রমজীবীদের রেশনের দাবিতে এবং আওয়ামী দুঃশাসন হটানোর আহ্বানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!নিত্যপণ্যের দাম কমানো, সিন্ডিকেট দৌরাত্ম বন্ধ করা, শ্রমজীবীদের রেশনের দাবিতে এবং আওয়ামী দুঃশাসন হটানোর আহ্বানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নিত্যপণ্যের দাম কমানো, সিন্ডিকেট দৌরাত্ম বন্ধ করা, শ্রমজীবীদের রেশনের দাবিতে এবং আওয়ামী দুঃশাসন হটানোর আহ্বানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেল ৫টায় শহরের চৌমুহনায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনুর সভাপতিত্বে এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জহরলাল দত্তের সঞ্চালনা অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য হৃদয় অধিকারী, কমিউনিস্ট পার্টি জেলা সদস্য আবু রেজা সিদ্দিকী ইমন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সাংগঠনিক সম্পাদক সজীব চন্দ প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, সয়াবিন তেল, চিনি, আলু, পেয়াজ, রসুন, আদাসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে জনজীবন অতিষ্ঠ। নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে এবং তার সাথে পাল্লা দিয়ে দাম বাড়ছে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুতের। শিক্ষা-চিকিৎসা ব্যয় মিটাতে মানুষ নিঃস্ব হচ্ছে। শ্রমজীবী-কর্মজীবী মানুষ জীবন নির্বাহ করতে গিয়ে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে। ঘরে ঘরে অভাব-অনটন-দারিদ্র ও বেকারত্ব বিরাজ করছে। আওয়ামী সরকারের দুঃশাসনে জনজীবন অতিষ্ঠ। ভোট ডাকাতি করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে জনগণের জীবন নিয়ে তামাশা করছে সরকার।
সমাবেশ থেকে সয়াবিন তেল, চিনি, আলু, পেয়াজ, রসুন, আদাসহ নিত্যপণ্যের দাম কমানো, বিদ্যুৎ-গ্যাস-জ্বালানির বর্ধিত মূল্য প্রত্যাহার করা, গ্রাম-শহরের শ্রমজীবী মানুষের জন্য আর্মি রেটে রেশন বরাদ্দ করার দাবি জানানো হয়। পাশাপাশি আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন হটিয়ে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠার আন্দোলনে দেশবাসীকে আহ্বান জানান।

