ডায়ালসিলেট ডেস্ক :: বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন আজ। বিকাল ৩টায় রাজধানীর ঐতিহাসিক সোহারওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধন করবেন দলীয় প্রধান শেখ হাসিনা।
Thank you for reading this post, don't forget to subscribe!শুক্রবার সকালে একসাথে সম্মেলনস্থলে যোগ দিয়েছেন সিলেটের নেতৃবৃন্দ। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানের নেতৃত্বে সম্মেলনে যোগ দেন তারা।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, সাবেক সদস্য এডভোকেট জুনেল আহমদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মু্ক্তিসহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
এছাড়া সম্মেলনে যোগ দিতে গত ২দিন ধরে ঢাকায় রওয়ানা হচ্ছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গসংগঠনের বিভিন্নস্তরের নেতারা।

