ডায়ালসিলেট ডেস্কঃঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
ডা. আবদুল্লাহ বলেন, উপসর্গ দেখা দেওয়ায় নমুনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। পরীক্ষায় কোভিড-১৯ ‘পজিটিভ’ এলে তিনি হাসপাতালে ভর্তি হন।
“বুকে ব্যথা আছে, কাশি হয়, শরীর দুর্বল লাগছে। মুখেও রুচি নাই। কালই ভর্তি হলাম। এখন দেখি কি হয়। সবাই দোয়া করবেন আমার জন্য।”
১৯৯৫ সালে সহকারী অধ্যাপক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যোগ দেন ডা. এবিএম আবদুল্লাহ। এ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক এবং ডিন হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
২০১৯ সালের ২৪ ডিসেম্বর এই মেডিসিন বিশেষজ্ঞ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োগ পান।

