ডায়ালসিলেট ডেস্ক:: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫৫৬ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম বিল্লাল আহমদ। তিনি গোয়াইনঘাট থানার লামনী গ্রামের বাসিন্দা তৈয়বুর রহমানের ছেলে।
Thank you for reading this post, don't forget to subscribe!পুলিশ জানায়, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল কুমার কানু’র নেতৃত্বে অভিযান চালিয়ে ৫৫৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ বিল্লাল আহমদ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের একটি দল।
এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানার এসআই রাজীব চৌধুরী বাদী হয়ে থানায় এজাহার দাখিল করলে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
সিলেট জেলার পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলেন, জেলার সীমান্তবর্তী থানাগুলো দিয়ে মাদক প্রবেশ শূন্যের কোঠায় নামিয়ে আনতে জেলা পুলিশের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত আছে।

