ডায়ালসিলেট ডেস্ক::সিলেটের সীমান্তবর্তী অঞ্চল কোম্পানীগঞ্জের একটি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রনেশ বিশ্বাস (২৫) ও দিগেস বিশ্বাস (২২) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ৬ নম্বর দক্ষিণ রণিখাই ইউনিয়নের হাওরে এ ঘটনা ঘটে।
নিহত প্রাণেশ বিশ্বাস ইউনিয়নের পূর্ণাছগাম গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে ও দিগেস বিশ্বাস একই গ্রামের সতি বিশ্বাসের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে বৃষ্টির মধ্যেও প্রাণেশ ও দিগেস স্থানীয় ফুতাধরি হাওরে মাছ মারতে যায়। এমন সময় আকস্মিক বজ্রবৃষ্টি চলাকালে বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মজিবর রহমান চৌধুরী বলেন, সুরতহাল করে নিহতদের মরদেহ সৎকারের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ডায়ালসিলেট এম/১৫

