২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাহিত্য

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে  ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ

ডায়াল সিলেট ডেস্ক:-

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে  এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।৩৫০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির নাম রহমত আলী (৫০)। তিনি উপজেলার পড়ুয়া লামাপাড়া গ্রামের মৃত আরজ আলীর ছেলে।

শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে স্থানীয় জনসাধারণের সহায়তায় তাকে আটক করেছে পুলিশ। কোম্পানীগঞ্জ উপজেলার পড়ুয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, আটককৃত রহমত আলীর  বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপরাধে মোট ১৭টি মামলা রয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩৫০ পিস ইয়াবা।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });