ডায়ালসিলেট::সিলেটের কোম্পানীগঞ্জে ভারতীয় ৪৮ বোতল মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার রাজনগর গ্রামের মৃত: মফিজরের ছেলে আমিনুল ইসলাম সোহেল(২৮) ও সাজিদুর রহমানের ছেলে ইয়াছিন মিয়া(৩৬)।
Thank you for reading this post, don't forget to subscribe!পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি কে এম নজরুলের নির্দেশে শনিবার রাত ১০ টায় এসআই হিরক সিংহের নেতৃত্বে উপজেলার রাজনগর গ্রামে অভিযান চালিয়ে ৪৮ বোতল বিদেশি মদসহ তাদের আটক করে ।পরে এসআই হিরক সিংহ বাদি হয়ে আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
রবিবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানা পুলিশ সব সময় সোচ্চার রয়েছে। তার ধারাবাহিকতায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ নিয়মিত মদকের বিরুদ্ধে উপজেলার বিভিন্ন স্থানে সফল অভিযান পরিচালনা করছে। আপনাদের আশেপাশে কোথাও মাদক বা জুয়ার আড্ডা বসলে তাৎক্ষণিক কোম্পানীগঞ্জ থানা পুলিশকে অবহিত করুন। আমরা ব্যবস্থা গ্রহণ করব। কোম্পানীগঞ্জকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর

