ডায়ালসিলেট ডেস্ক:: সিলেট শহরতলীর খাদিমপাড়া বিআইডিসি এলাকা থেকে ইয়াবাসহ দুই জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!আটককৃতরা হলেন-শাহপরাণ থানাধীন লালকাটঙ্গী, ছড়ারপাড় এলাকার মো. আবিদ আলীর ছেলে আমির হোসেন উরফে মাছুম আহমদ (২৫),
সুনামগঞ্জের শাল্লা থানার ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের ও বর্তমানে বাহুবলস্থ সিরাজ নগরের বাসিন্দা মৃত অবনী কুমার রায়ের ছেলে অনিক কুমার রায় (২৪)।
বিষয়টি বৃহস্পতিবার রাতে মহানগর পুলিশের মুখপাত্র বি এম আশরাফ উল্ল্যাহ তাহের নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে শাহপরান (রহঃ) থানাধীন খাদিমপাড়াস্থ বিআইডিসি পয়েন্টে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ তাদের আটক করে।
এম/

