ডায়ালসিলেট ডেস্ক :খালেদা জিয়ার নির্বাচনে অংশ নিতে এখন কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান। ‘অতীতের নির্বাচনী অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যৎ নির্বাচন গ্রহণযোগ্য করা যাবে’ শীর্ষক এ ছায়া সংসদে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণ। আসাদুজ্জামান বলেন, বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে যত মামলা ছিল সেগুলোর অনেকগুলো থেকে তিনি ইতিমধ্যে খালাস পেয়েছেন। সেখানে আইনগত বাধা আপাতত দেখা যাচ্ছে না। আগামী দিনে নির্বাচনকে সামনে রেখে কোনো বাধা আসবে কিনা সেটা সময় বলে দেবে, তবে আপাতত কোনো বাধা আইনগতভাবে দেখা যাচ্ছে না।
Thank you for reading this post, don't forget to subscribe!আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না এটা নিতান্তই আওয়ামী লীগের ব্যাপার। নির্বাচনে প্রত্যেকে যেন অংশগ্রহণ করতে পারে সে পরিস্থিতি যখন উন্মুক্ত হবে, ভোটাধিকারের স্বপ্ন বাস্তবায়নে চিন্তা এবং মননে যখন বাংলাদেশের মানুষ বুঝবে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো ‘আমি ডামি’ নির্বাচন হবে না, সে পরিস্থিতি তৈরি হলে তখন এদেশে অন্তর্বর্তীমূলক নির্বাচন হবে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি নেবে না সে বিষয়টা এখানে মুখ্য বিবেচ্য বিষয় হিসেবে সামনে আসবে না।
তিনি আরও বলেন, শেখ হাসিনা যাদের নির্বাচনে পাঠিয়েছে, যাদের জন্য সংবিধানের কবর রচনা করেছে, যাদের জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে নির্বাসনে পাঠিয়েছে তারা হাসিনার নির্মম দিনে পাশে দাঁড়ানোর সাহস পায়নি। এটা নির্মম বাস্তবতা। যারা গণতন্ত্র হত্যা করেছেন, দেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছেন, সাংবিধানিক বিধি হত্যা করেছেন, যারা সব নির্বাচন ব্যবস্থাকে হত্যা করেছেন, যেখানে কারও ভোট দেয়ার অধিকার ছিল না, যেখানে মানুষের মৌলিক অধিকারকে কণ্ঠরোধ করা হয়েছে- এমন একটি পথ পরিক্রমা অতিক্রম করে এসে আমরা চব্বিশের জুলাই বিপ্লব পেয়েছি।

