ডায়াল সিলেট ডেকস
Thank you for reading this post, don't forget to subscribe!খুলনার দিঘলিয়া উপজেলার নন্দন প্রতাপ গ্রামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আলামিন শিকদারের স্ত্রীর সাবেক স্বামীর বিরুদ্ধে অভিযোগটি । নিহত ব্যক্তির নাম আলামিন শিকদার (৩৩)। তিনি ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে।
শনিবার (২ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ঝিনাইদহের বাসিন্দা আসাদুল ইসলাম আলামিনের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করেন। পরে তিনি পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, নিহত আলামিন ও তার স্ত্রী দুজনেই দিঘলিয়া উপজেলার বাসিন্দা। স্ত্রী ওই নারীর প্রথম স্বামী ছিলেন আসাদুল ইসলাম। আলামিনের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে আসাদুলের আগে থেকেই সন্দেহ ছিল। এ নিয়ে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে তালাক দিয়ে ওই নারী আলামিনকে বিয়ে করেন। ধারণা করা হচ্ছে, সেই ক্ষোভ থেকেই আসাদুল এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
ওসি জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত আসাদুল পলাতক। তাকে গ্রেফতারের অভিযান চলছে।

