ডায়ালসিলেট ডেস্ক সাথে জড়িত পুলিশ সদস্যরা যতই ক্ষমতাধর হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।
Thank you for reading this post, don't forget to subscribe!এসময় ফাউন্ডেশনের সেক্রেটারি মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ফাউন্ডেশনের পক্ষ থেকে আহতদের মাঝে বিতরণ করা অনুদানের হিসাব সাংবাদিকদের কাছে তুলে ধরে জানান, এ পর্যন্ত মোট একশ বাইশ জনকে জনপ্রতি এক লাখ টাকা করে এক কোটি বাইশ লাখ চৌষট্টি হাজার চারশ টাকা প্রদান করা হয়েছে।
তিনি জানান,এরমধ্যে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ৩০ জনের মধ্যে ২৩ জনকে জনপ্রতি ১ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে বাকি ৭ জনের নাম সম্পূর্ণ না থাকায় তাদের বিকাশের মাধ্যমে আজই টাকা পরিশোধ করা হয়েছে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে চিকিৎসাধীন ৩৩ জনের বিকাশে এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ৫৯ জনের বিকাশে টাকা পৌঁছে দেয়া হয়েছে।

