Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: প্রতিদিনই দেশে ডেঙ্গুতে মৃত্যুর তালিকা লম্বা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের প্রাণহানি হয়েছে ডেঙ্গুতে। এরমধ্যে রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনে ২ জন, উত্তর সিটি কর্পোরেশনে ২ জন, বরিশালে একজন এবং চট্টগ্রামে বিভাগে একজন মারা গেছেন ডেঙ্গু জ্বরে। সেপ্টেম্বরে ১৮ দিনে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ জন। চলতি বছরে ডেঙ্গুতে এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৭ জনে। একদিনে ডেঙ্গুতে ৬৪৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৪৬১ জনে। বর্তমানে সারা দেশের প্রায় ঘরে ঘরে ডেঙ্গু রোগী। হাসপাতালে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্চেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১০৮ জন, চট্টগ্রাম বিভাগে ৯৬ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১০২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২৮ জন, রাজশাহী বিভাগে ৫১ জন, খুলনা ৩৭ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ৩৮ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৫৬৪ ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি গেছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ৩৮ হাজার ২৫১ জন।
গত ১লা জানুয়ারি থেকে ১৮ই সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত ৪০ হাজার ৪৬১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ৬০ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ৭ শতাংশ নারী।
