ডায়ালসিলেট ডেস্ক :: দক্ষিণ কোরিয়া ১৭৭ মিলিয়ন ডলার বা দেড় হাজার কোটি টাকার বেশি জরিমানা করেছে গুগলকে । মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর জরিমানার বিষয়টি জানিয়েছে কোরিয়া ফেয়ার ট্রেড কমিশন (কেএফটিসি)।সূত্র, রয়টার্স
Thank you for reading this post, don't forget to subscribe!সারা বিশ্বে ৮০ ভাগ মোবাইল ফোনে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। জনপ্রিয় এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি যাতে স্থানীয় স্মার্টফোন নির্মাতারা মডিফাই করতে না পারে তার সব ব্যবস্থা করে রেখেছে গুগল। আর দক্ষিণ কোরিয়ার আপত্তি এখানেই।
মোবাইল অপারেটিং সিস্টেমের বাজার নিয়ন্ত্রণে গুগলের পরেই আছে আরেক মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। গুগল ও অ্যাপলের আধিপত্যবাদী আচরণে লাগাম টানতে সম্প্রতি আইন পাশ করে দক্ষিণ কোরিয়া, যেটি ১৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। সেই আইনের আওতায় জরিমানা করা হয়েছে গুগলকে।
জরিমানার প্রতিক্রিয়ায় গুগল জানিয়েছে, তারা আপিল করবে।
ডায়ালসিলেট/এম/এ/

