৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গুরুতর অসুস্থ জাতীয় পার্টির গেদুল দোয়া কামনা

ডায়ালসিলেট ::দক্ষিণ সুরমা উপজেলা লালাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক রাজনীতিবীদ ও জাতীয় যুবসংহতীর আহবায়ক ফয়জুর রহমান গেদুল গুরুতর অসুস্থ হয়ে তিনি কয়েকদিন থেকে অসুস্থতা জনিত কারণে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ তলার ১১ নং ওয়ার্ডে ভর্তি রয়েছেন।আজ রাতে তার শরীরে আজ একটি অস্ত্রপ্রাচার করা হবে । দ্রত সুস্থতার জন্য ফয়জুর রহমান গেদুল সবার কাছে দোয়া কামনা করেছেন।

0Shares
`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });