গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলামসহ ৫ পুলিশ কর্মকর্তার পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

 

মঙ্গলবার সকাল ১১টায় পৌর শহরের সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে শ্রমিকরা।

 

শ্রমিক নেতৃবৃন্দরা জানান, প্রায় এক সপ্তাহ আগে ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় এক পথচারি আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সিলেট এমএজি ওসমানী হাসপাতালে মৃত্যুবরণ করেন। দুর্ঘটনায় আহত এবং নিহত হওয়ার পর শ্রমিক নেতৃবৃন্দের সাথে নিহতের পরিবারের একটি সমাধান হয়। কোনো ধরণের আইনী প্রক্রিয়ায় না যাওয়ার কথা জানান নিহতের পরিবার।

 

এরপর লাশ আনার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে শ্রমিক নেতৃবৃন্দ ও নিহতের পরিবার গেলে তারা গোলাপগঞ্জ থানার ওসির সাথে কথা বলে লাশ নেওয়ার কথা বলেন। এরপর শ্রমিক নেতৃবৃন্দ ও নিহতের পরিবার থানায় গেলে ওসি আপোষনামায় স্বাক্ষর করেননি। যে কারণে মঙ্গলবার সকাল থেকে সকল শ্রমিকরা মিলে সড়ক অবরোধ করে।

 

এদিকে সড়ক অবরোধের ফলে সিলেট-জকিগঞ্জ সড়কের দু’পাশে শতশত গাড়ির লাইন সৃষ্টি হয়। জনসাধারণ গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হন।

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক অবরোধ রয়েছে এবং শ্রমিক নেতৃবৃন্দরা বর্তমানে থানায় অবস্থান করছেন।

 

এ বিষয়ে জানতে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *