ডায়ালসিলেট :: সিলেটের গোলাপগঞ্জে মাছ ধরতে গিয়ে নিখোঁজ চান মিয়ার (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার আমুড়া ইউপির সুন্দিশাইল ভেটুখাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!নিহত ব্যক্তি আমুড়া ইউপির শিকপুর শীলঘাট গ্রামের মৃত তছলিম আলীর পুত্র।
জানা যায়, শুক্রবার সকালে জাল দিয়ে মাছ ধরতে বাড়ি থেকে বের হন তিনি। দীর্ঘ সময় পর বাড়ি না ফেরায় খুঁজতে বের হলে ভেটুখালে তার লাশ পাওয়া যায়। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ।

