ডায়ালসিলেট ডেস্ক :: গোলাপগঞ্জ ক্রিকেট এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!
সভায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসার শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সমাজসেবী আমিনুর রহমান লিপন, সুনিয়াত নুরী চৌধুরী জুয়েল।
এসময় উপস্থিত সকলের সিদ্ধান্তক্রমে আমিনুর রহমান লিপনকে আহ্বায়ক, জহির উদ্দিন সেলিমকে যুগ্ম আহ্বায়ক ও মুন্না চৌধুরীকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
সদস্য নির্বাচিত হোন- নাবিল আহমদ তুহিন, জুরায়েজ আহমদ চৌধুরী, মাকসুদ উল করিম, এনায়েত আহমদ, মাজেদ শরীফ চৌধুরী, মুমিনুর রশীদ মান্না, টিপু সুলতান।

