ডায়ালসিলেট ডেস্ক :: মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের পর এবার সারা ইউরোপেজুড়ে ছড়িয়ে পড়েছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ।

Thank you for reading this post, don't forget to subscribe!

 

ফিলিস্তিনের গাজায় উপত্যকায় যুদ্ধবিরতি ও ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে ইউরোপে অন্যান্য দেশের মতো এবার গ্রিসেও বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

 

 

গ্রিসের রাজধানী এথেন্সে ফিলিস্তিন সমর্থিত শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বর্ণের জাতি এবার বিক্ষোভে অংশগ্রহন করেছে। এসময় ফিলিস্তিন সমর্থকরা সমাবেশ চলাকালে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। অবরুদ্ধ গাজা উপত্যকার পূর্বাঞ্চলীয় রাফায় ইসরায়েলি সামরিক বাহিনীর স্থল ও আকাশপথে হামলা শুরুর পরদিন এথেন্সে এই সংঘর্ষ হয়েছে।

 

 

এদিকে, এথেন্সে সংসদ ভবনের বিপরীত পাশে অবস্থিত মিসরীয় দূতাবাসের ফটকে উঠে একদল বিক্ষোভকারী বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারীদের ওই দলকে ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। পরে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

 

 

 

ফিলিস্তিনি পতাকা ও ব্যানার বহনকারী ৩০০ জনেরও বেশি বিক্ষোভকারী ওই সমাবেশে অংশ নেন। এ সময় তাদের হাতে ‌‌‌‌‌‌‌‌‌‌ফিলিস্তিনিদের সমর্থনে লেখা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড দেখা যায়। গ্রিসের রাজধানীতে অবস্থিত সংসদ ভবনের বাইরে সমাবেশ করেছেন তারা।

 

 

সূত্র : রয়টার্স।

 

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *