ডায়ালসিলেট ডেস্ক::চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন একজন।
Thank you for reading this post, don't forget to subscribe!রোববার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫২৮টি নমুনা পরীক্ষা করা হয়। এদিন শনাক্ত হওয়া ৩২ জনের মধ্যে ২২ জন মহানগর এলাকায় এবং ১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া এদিন করোনায় চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে সংক্রমণ কমে ২ শতাংশে নেমেছে। হাসপাতালে রোগীর চাপ কমেছে। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

