ডায়ালসিলেট ডেস্ক :: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ৭৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রামে এখন পর্যন্ত কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৮৩ জন। করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১ হাজার ৩৮৮ জনের।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৭৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৫০ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ২৬ জন। মারা যাওয়া ব্যক্তি উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
ডায়ালসিলেট/এম/এ/

