ডায়ালসিলেট ডেস্ক :: গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪২৯টি নমুনা পরীক্ষায় ৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৩৪ শতাংশ। এদিন করোনা আক্রান্ত হওয়া কেউ মারা যায়নি।
Thank you for reading this post, don't forget to subscribe!
মঙ্গলবার (১৬ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
নতুন আক্রান্ত ৫ জনের মধ্যে ১ জন নগরের এবং ৪ জন উপজেলা এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৩১৯ জন। এর মধ্যে নগরের ৭৪ হাজার ২৭ জন এবং বিভিন্ন উপজেলার ২৮ হাজার ২৯২ জন। এ ছাড়া মোট মারা যাওয়া ১ হাজার ৩২৮ জনের মধ্যে ৭২৩ জন নগরের এবং ৬০৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

