বিনোদন ডেস্ক;:প্রিয়াঙ্কা জামান। নাটক ও সিনেমা দুই জায়গাতেই সমান তালে কাজ করছেন । খুব শিগগিরই বেশ কয়েকটি সিনেমা নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন বলে জানালেন তিনি। প্রিয়াঙ্কা জামান বলেন, নতুন বছরতো শুরু হয়ে গেল । আমিও চমক নিয়ে হাজির হতে যাচ্ছি এবার । মনতাজুর রহমান আকবর ভাইয়ের ‘যেমন জামাই তেমন বউ’, ‌মোহাম্মদ আসলামের ‘তবুও প্রেম দামী’ , অপূর্ব রানার ‘যন্ত্রণা’ এবং আব্দুল মান্নান পরিচালিত ‘কি করে বলবো প্রিয়তমা’ ছবির কাজ এরইমধ্যে শেষ করেছি। খুব শিগগিরই এ সিনেমাগুলো মুক্তি পাবে। এছাড়া সামনে আরও দুটি সিনেমার কাজ শুরু করব।

Thank you for reading this post, don't forget to subscribe!

এছাড়া ছোটপর্দার জন্যও কাজ করছি।
মডেল-অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান বর্তমানে দীপ্ত টিভির ধারাবাহিক নাটক ‘জয় পরাজয়’ -এ কাজ করছেন। আরিফুর রহমান নিয়াজ পরিচালিত এ নাটকে এখানে ডাক্তারের চরিত্রে তিনি অভিনয় করছেন। এছাড়া বেশ কয়েকটি বেসরকারী টিভি চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। আসছে ১৪ই জানুয়ারি প্রিয়াঙ্কা জামানের জন্মদিন । এই দিনে মার সাথে বাসাতেই জন্মদিন উদযাপনের পরিকল্পনা রয়েছে বলে জাানালেন তিনি। উল্লেখ্য, প্রিয়াঙ্কা জামান ২০১৩ সালে বিটিভির চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ‘ছায়াছন্দ’ উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়ায় পা রাখেন। এরপর অনেক নাটকে অভিনয় করেছেন। বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্র ও জনপ্রিয় সংগীতশিল্পীদের গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন তিনি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *