ডায়ালসিলেট ডেস্ক::
Thank you for reading this post, don't forget to subscribe!হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে ৫টি দোকানঘর। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালের দিকে উপজেলা সদরের নতুন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের পাশে উপজেলার নতুন বাজারে নজরুল ইসলাম তরফদারের নির্মাণাধীন ভবনে লোহার পাতে ওয়েলডিং দিয়ে টিন লাগানোর সময় আগুনের ফুলকি উড়ে গিয়ে স্থানীয় মশ্বব উল্লাহ’র তুলার কারখানায় পড়লে সেখানে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলোতে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আরিফুল ইসলাম।

