জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের বিক্ষোভ-সমাবেশের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!গতকাল রোববার গভীর রাতে রাজধানীর শাহবাগ থানায় এই মামলা হয়। মামলায় আসামি হিসেবে ৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোমেন।
দায়ের হওয়া মামলায় এখন পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, সে সম্পর্কে সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেননি শাহবাগ থানার দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম।

