ডায়ালসিলেট ডেস্ক :: চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষকালে রিপোর্ট করার সময় ঢাকা ট্রিবিউনের রিপোর্টার পিম্পল বড়ুয়া ও চট্টগ্রাম প্রতিদিনের রিপোর্টার বিশ্বজিৎ শর্মার ওপর পুলিশি হয়রানির নিন্দা জানিয়েছে সাংবাদিকদের অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।
Thank you for reading this post, don't forget to subscribe!গত ৯ই মে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হলে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে এসময় পুলিশ ২জন সাংবাদিকের উপর আঘাত করে।
এক্সে দেয়া এক পোস্টে তারা বলেছে, সংঘর্ষকালে ছাত্রদের ছত্রভঙ্গ করছিল পুলিশ। এ দৃশ্য ক্যামেরাবন্দি করার সময় পুলিশ পিম্পল বড়ুয়ার ডান হাতে আঘাত করে। তার আঙ্গুলে ক্ষত হয়। ক্ষতিগ্রস্ত হয় তার মোবাইল ফোন। ওদিকে পুলিশ এবং এই দুই সাংবাদিকের মধ্যে কথোপকথনের ফুটেজ মুছে ফেলতে পুলিশের একজন কর্মকর্তা নির্দেশ দেন বিশ্বজিৎ শর্মাকে।
এ ঘটনায় দায়ী সব কর্মকর্তার জবাবদিহিতা নিশ্চিত করার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সিপিজে। একই সঙ্গে সাংবাদিকরা যাতে প্রতিশোধের ভীতিহীন অবস্থায় তাদের দায়িত্ব পালন করতে পারেন তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

