Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলের মৃত্যুর খবর শুনেই মারা গেলেন মা। ছেলের মৃত্যুর ৭ ঘণ্টা পর হৃদরোগে আক্রান্ত হয়ে মা মারা গেছেন। বুধবার বেলা ১১টায় মা ও ছেলের জানাজা শেষে দাফন করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বাদেউবাহাটা গ্রামে। মৃত ছেলের নাম মাসুম মিয়া (৫৪) আর মায়ের নাম কছতুরা বানু (৭২)।
জানা যায়, উপজেলার দক্ষিণ বাদেউবাহাটা গ্রামের মৃত আমরুছ মিয়ার বড় ছেলে মাসুম মিয়ার দীর্ঘদিন ধরে হার্টে সমস্যা ছিল। গত মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনা শুনে মা কছতুরা বানু স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তিনিও মারা যান। ছেলের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে মায়ের এমন মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে আসে এলাকায়। বুধবার সকালে একসঙ্গে মা ও ছেলের জানাজা শেষে দাফন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল বাসিত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই হৃদয়বিদারক। ছেলের মৃত্যুর কয়েক ঘণ্টা পর মায়ের মৃত্যু হয়েছে। বুধবার সকালে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।
