১৯৭৫ সালের ‘সৈনিক-জনতা অভ্যুত্থান’ স্মরণে আজ শনিবার ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করবে সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দরা। করোনাভাইরাস মহামারির মধ্যে যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিবসটি পালনের জন্য সীমিত আকারে বিভিন্ন কর্মসূচি পালন করবে তারা।
Thank you for reading this post, don't forget to subscribe!এ দিবসটি পালনের কর্মসূচির অংশ হিসেবে রাধধানী ঢাকায় সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হয়।
রাজনৈতিক অস্থিরতার মধ্যে ঐতিহাসিক এই দিনে সৈনিক ও জনতা মিলে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে ঢাকার সেনানিবাসের বন্দিদশা থেকে মুক্ত করেন, যা পরবর্তী সময়ে তাঁর ক্ষমতায় আসার পথ সুগম করেছিল।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে উপলক্ষে আজ বিকেল ৩টায় সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে এক সভার আয়োজন করা হয়েছে।

