ডায়ালসিলেট ডেস্ক:;জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জি এম কাদেরের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী। সূত্র জানায়, সংসদ অধিবেশনে যোগ দেয়ার জন্য গত শনিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন জি এম কাদের। আজ রোববার তার রিপোর্ট পজিটিভ আসে। প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বলেন, ‘জি এম কাদেরের শরীরে কোনো উপসর্গ নেই। তিনি ভালো আছেন, সুস্থ রয়েছেন। তার মনোবলও অটুট আছে।’ তিনি আরও বলেন, ‘জাপা চেয়ারম্যান চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজের বাসায় বিশ্রামে আছেন। নিয়মিত ওষুধ এবং খাবার গ্রহণ করছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’ এর আগে গত বছরের ১২ই জানুয়ারি করোনা আক্রান্ত হন জি এম কাদের।
Thank you for reading this post, don't forget to subscribe!
