ডায়ালসিলেট ডেস্ক :: ডিস্ট্রিক্ট গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী এমপিএইচএফ বলেন, মানুষের জীবন মান উন্নয়নে রোটারিয়ানরা কাজ করে যাচ্ছে। রোটারিয়ানরা সারা পৃথিবীতে ১১৬ বছর ধরে সেবামূলক কার্যক্রমের মাধ্যমে মানবতার সেবায় কাজ করে সেবায়ই সুখ তা রোটারিয়ানরা উপলব্ধি করতে পেরেছে। তিনি সমাজের সকল মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী আর্ত মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
Thank you for reading this post, don't forget to subscribe!
শুক্রবার (১৩ নভেম্বর) নগরীর জেলরোডস্থ গ্রানড ভিউ চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে রোটারি ক্লাব অব গোল্ডেন সিলেট এর গভর্নর অফিসিয়াল ক্লাব ভিজিট ও চ্যাটার্ড প্রেজেন্টেশন সিরেমনি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
রোটারি ক্লাব অব গোল্ডেন সিলেট এর চ্যাটার্ড প্রেসিডেন্ট যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রোটারিয়ান এম.এ মালেক খানের সভাপতিত্বে ও ক্লাবের চ্যাটার্ড সেক্রেটারি রোটারিয়ান অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন ইকবালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশের রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর ডিস্ট্রিক্ট ট্রেইনার, ক্লাবের প্রধান এডভাইসার এআরপিক পিডিজি লে. কর্নেল (অব.) প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর এমপিএইচএফ, ডিস্ট্রিক্ট ৩২৮২ ফার্স্ট লেডি রোটারিয়ান মুনমুন আফরোজ, সাবেক ফাস্ট লেডি রোটারিয়ান ফিরোজা রহমান, ডিস্ট্রিক্ট ৩২৮২ লেফটেনেন্ট গভর্নর রোটারিয়ান প্রফেসর ডা. এম এ সালাম, এসিস্টেন্ট গভর্নর রোটারিয়ান মো. মিজানুর রহমান, ডেপুটি গভর্নর রোটারিয়ান শেখ তোফায়েল আহমদ, রোটারি ক্লাব অফ আগ্রাবাদের সেক্রেটারি রোটারিয়ান ডা. মান্তাকা তারান্নুম।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের চ্যাটার্ড মেম্বার রোটারিয়ান হাফিজ মাওলানা মোহাম্মদ আফজাল হোসাইন। জাতীয় সংগীত পরিবেশন করেন চ্যাটার্ড মেম্বার রোটারিয়ান অধ্যাপক বিজত রঞ্জন বৈদ্য। অভিনন্দন পত্র পাঠ করেন চ্যাটার্ড মেম্বার রোটারিয়ান রুনা সুলতানা।
এ সময় আরো উপস্থিত ছিলেন- রোটারি ক্লাব অব গোল্ডেন সিলেট’র চ্যাটার্ড ভিপি রোটারিয়ান আব্দুল হাদি পাবেল, চ্যাটার্ড ভিপি রোটারিয়ান ফরিজ উদ্দিন, চ্যাটার্ড যুগ্ম সম্পাদক রোটারিয়ান শেখ সাব্বির আহমেদ, চ্যাটার্ড মেম্বার যথাক্রমে রোটারিয়ান শামীমা আক্তার ঝিনু, রোটারিয়ান রাহনামা শাব্বীর চৌধুরী মনি, রোটারিয়ান হাবিবুর রহমান টিপু, রোটারিয়ান মো. আরশাদ উল্লাহ খান, রোটারিয়ান এডভোকেট মো. তাজরীহান জামান, রোটারিয়ান আহমদ রেবিকা জাহান রুজি, রোটারিয়ান জাকির হোসেন, রোটারিয়ান হুমায়ুন বক্স মিশু, রোটারিয়ান রোটারিয়ান ডা: মোহাম্মদ হাবিবুল ইসলাম, চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, শেফুল, আহমদ, তানজীম তাসনীম ও শিশু ফাহমি সুলতানা প্রমুখ।

